প্রকৃত বন্ধু পাওয়া বড়োই কষ্ট,
বিশ্বাসের অভাবে হয় বন্ধুত্ব নষ্ট।


বন্ধু মানে কুয়াশাঘন মেঘ কাটিয়ে,
ভানুর দেখা পাওয়া।
বন্ধু মানে একে-অপরকে
নবরূপে চাওয়া।
বন্ধু তুমি সারা যামিনীর অলস ঘোর কাটিয়ে,
প্রভাতের উজ্জ্বল আলো।
বন্ধু তুমি বিকেলের আড্ডায়,
হিয়া ভরিয়ে তোলো।


বন্ধু মানে একে-অপরের
শত-সহস্র খুনসুটি।
বন্ধু মানে মানবজীবনে
বেঁচে ওঠার প্রধান খুঁটি।


বন্ধু তুমি আজো আছো,
রহিবে তুমি কালও।
বন্ধু তুমি সুখে আছো,
রহিবে তুমি দুখেও।


বন্ধু তুমি কভু যেন,
হয়োনা স্বার্থপর।
বন্ধুর তরে থেকো তুমি
সদা সুহৃদতর।
বন্ধু তুমি সাথে রইলে
বিপদকে করবো বাই।
নিরানন্দ সমাপ্ত করে
আনন্দকে করবো জয়।