একদা তোমারে পেয়ে,
জীবন ছিল অতুল আলোকে ভরপুর।
আজ তোমাকে হারায়ে,
হৃদয়ের খেয়াঘাটে কেবলি আধার।
উদিত রবির ন্যায়
এ জীবনে এসেছিলে।
তবে কেন অস্তাচলে
সহসা চলে গেলে?
তুমি যখন কাছে ছিলে,
জীবন ছিল কত রঙ্গীন।
আজ তুমি বিনা
এ বিশ্বসংসার ক্লান্ত-ক্ষীণ।
বসন্ত ফুরায়ে যায়,
আবার নূতন বসন্ত আসে।
কবে তুমি আসিবে ফিরে,
আমার হৃদয়ের ক্যাম্পাসে।
তুমি বিনা
এ কলম আজ দিশাহীন।
তোমাকে হারিয়ে
আমার সকল কাব্য ছন্দহীন।
হিয়ার পৃষ্ঠা
করে গেলে খালি।
তুমি বিনা চারিদিক যেন,
বিরহময় গলি।