আমি এক সমাজবদ্ধ জীব,
প্রেমই আমার জীবনের একমাত্র পাথেয়।
আমি মানুষকে ভালোবাসতে জানি,
অর্থকে নয়।
অর্থ তো নিমিত্তমাত্র,
সমাজের এক ক্ষণস্থায়ী বস্তু।
জাতি-ধর্মের ভেদাভেদ ভুলি,
টাকার গর্বে আত্মাভিমানী আমি নই।
মানবজাতিকে অর্থের দৃষ্টিতে নই,
প্রেমের অক্ষিগোলকে করি বিচার।
কথাই আছে,যার মন ভালো,
তার সর্বাঙ্গ মনোরম।
প্রেম বিনে ব্যর্থ এ সংসার,
ত্রিভুবনে সকল জীব প্রেমহস্তে বশ।