আসমুদ্রহিমাচল আমি বাসিয়াছি ভালো তোমায়,,
অভিমানী তুমি,কেন করোনি ক্ষমা আমায়।
প্রতি সেকেন্ড-প্রতি মুহূর্তে তোমারই স্বরণে থাকি,,
যেন চিরকাল তোমারে হৃদয়ে রাখি।
এ জগতে আসিয়াছি একা,যেতেও হবে একা,,
বৃথা কেন কারো জন্য বিরহদরদী হয়ে থাকা।
তবুও যে অন্তঃসারশূন্য এ হৃদয়,
কোন বাঁধা মানে না-
যে সুখ তুমি দিয়াছ মোরে,
আর কোন কথা শোনে না।
আজ আমি বড়োই দুঃখী,,
তুমি আমায় করেছ একাকী।
তুমি মিছে ব্যথা পেয়ো না,,
ওগো যাবে যাও, তবে বুকে ব্যথা নিয়ে যেয়ো না।
বিরহ ছুঁয়েছে আজ,মন ভালো নেই,,
ফাঁকা বাসস্ট্যান্ড, শূন্য ফেসবুক,,
এতো ডাকি তবু সাড়া নেই।
বুঝবে তুমি বুঝবে,একদিন তুমি বুঝবে,,
ঐ গগনের নীল সীমানায় আমার খবর পুছবে।