কথায় বলে--
"কার্তিক ঠাকুর হ্যাংলা।
একবার আসেন মায়ের সাথে,
একবার আসেন একলা।"
তবে কার্তিক ঠাকুর একলা নন!
মায়ের অন্য তিন ছেলে-মেয়েও,
একবার নয়,দুবার করে মর্তে আসেন।
আসলে তিনি ছোট্ট থেকেই ভালোবাসার কাঙাল,
তাইতো তিনি দুবার করে আসতে চান চিরকাল।
কেও তাকে বলে স্কন্দ,কেও বলে ষড়ানন,
জাতীয় পাখি ময়ূর তারিতো বাহন।


কার্তিক মাসে আসেন কার্তিক।
কার্তিক বা কার্তিকেয় তাঁর নাম,
কাটোয়ার কার্তিক লড়াইয়ে তাঁর পড়েছে হাক-ডাক।
প্যান্ডেলে-প্যান্ডেলে বসেছে যেন ভিন্ন রকমারি থিম,
শহরজুড়ে মেতেছে,আজ আনন্দের ধুমধাম।


বাঙালি সমাজে কার্তিক পূজা খুব জনপ্রিয় নয়,
তবে কিছু অঞ্চলে হৈ-হুল্লোড় করে এই পুজো হয়।