মাগো আসিবে তুমি তরণী বেয়ে,গমন তোমার দোলাতে।
মঙ্গলময়ী মাগো তুমি,আসিবে সবার দুঃখ-কষ্ট ভোলাতে।।
অসুরমর্দিনী মাগো,দশভুজে করেছো তুমি অসুর নিধন।
তোমারি আগমনে হর্ষ-উল্লাসে ভরে ওঠে সকলের মন।।
মাগো তোমার সন্তানেরা অর্ধাহারে-অনাহারে অপুষ্ট।
করুণাময়ী মাগো তুমি,কবে করিবে তাদের সন্তুষ্ট।।
অর্থাভাবে তাদের দুয়ারে আসেনা শিক্ষার আলো।
জ্ঞানা-বুদ্ধিদা তুমি,তাদের আঙিনায় শিক্ষাপ্রদীপ জ্বালো।।
লক্ষ-লক্ষ অসুর ঘুরছে, হাতে বারুদ-বোমাতে।
সর্বাসুরবিনাশা মাগো,কবে পাঠাবে তাদের কোমাতে।।
সতী-সাধ্বী মাগো,তুমি যে মহামায়া।
মনের অসুরত্ব দূর করে মা,দিয়ো পদছায়া।।
অসুর বংশ বিনাশ হলে, কাটবে সবার মনের ভয়।
তবেই সকলে পুলকচিত্তে বলিবে,"দুর্গা মাঈকী জয়"।।