সবুজ শ্যামল এই প্রকৃতি আমার,
দেখে যেন চোখ যায় জুড়িয়ে সবার।
একের পর এক অপরূপ সৌন্দর্য,
দেয় বাড়িয়ে আমাদের মনের আনন্দ।
গ্রীষ্ম, বর্ষা,শরৎ, হেমন্ত
আহ্ কী যে আনন্দ!
আরও আছে শীত,বসন্ত
যা মুছে ফেলে প্রকৃতির সকল কলঙ্ক।
বাস করে কত জীব এই প্রকৃতির বুকে,
সবাই যে তাকে মা বলে ডাকে।
নানা রঙের নানা ফসল খেয়ে তারা বাঁচে,
এ সব কিছুই পায় তারা প্রকৃতির কাছে।
এই প্রকৃতি যে পরাণ আমার,
আর এই প্রকৃতিই যে গর্ব সবার‌।