হয়না যাওয়া


যাই বলে চলে গেলেও, কোনোদিনই হয় না যাওয়া তোমার।
তোমার উপস্থিতি তখনই অনুভূত হয় সবচেয়ে বেশি,যখনই চলে যাও তুমি।
অনেক ভাবনারা ডানা মেলে উড়ে বেড়ায় আমার সত্তায়,
তোমার সৌন্দর্য আর উজ্জ্বলতার কাছে মুগ্ধতায় ভারী হয়ে আসা চোখের পাতা আরও অবনত হয়,
তুমি রেখে যাও তোমার মধুর চন্চলতা সারা ঘরময়,
বইয়ের অক্ষরেরা বন্দীদশা থেকে বাইরে বেরিয়ে,বাতাসে উড়ে বেড়ায়।
আমার কানের কাছে গুনগুনিয়ে বলে যায়
,বিশাল মহিমায় তুমিই ছিলে শতাব্দীর সেরা কবিকন্ঠ।
তানপুরাটা ধরে রাখে স্থির,তোমার ফেলে যাওয়া সুর।
তোমার আগমনে যেমন অভিবাদন জানানো তরুশ্রেনী,
তোমার আবৃত্তির কাছে নতজানু হয়ে থাকা ঘরের আসবাবগুলো অবনত হয়েই থাকে,তুমি চলে যাবার পরও।
তোমার চলে যাবার পায়ের শব্দ,বেজেই চলে আমার কানে অলঙ্কারের ধ্বনির মত।
তাইতো তুমি যাই বলে চলে গেলেও কোনওদিনও হয় না যাওয়া তোমার,
থেকেই যেতে হয় সারাঘরময়।
                      লিজি আহমেদ,১৫ই জুলাই,২০১৮