দোষ করলে রেগে গিয়ে;
ধরতো আমার কান।
গম্ভীর ভাষায় বলতো আমায়;
তোর পেটে পড়াবো টান।
.
আপু ডেকে বলতাম আমি,
করে দে মোরে ক্ষমা।
ভাই তোর মাফ চেয়েছে-
মনে খুশি জমা।
.
আপু বলতো মার দিবো -
বেতের বারি দিয়ে।
বলতাম আমি আর হবে না,
আপুর পাশে গিয়ে।
.
কোথায় গেলো সেই শাসন,
মিষ্টি মধুর ডাক।
মনে আমার বোনের অভাব,
বুকে ব্যাথার ঝাঁক।
.
তোর অভাবে আপু আমি,
কাদি নয়ন জলে।
দূর আকাশে তাঁরা হয়ে-
কেন গেলি চলে ?
.
লক্ষ  তারার মাঝে আমি;
আপু তোরে খুঁজি।
আমার উপর আপু রে তুই-
রাগ করেছিস বুঝি?


-
রচনাকাল:- ২১ জুন, ২০২০