গণিত কি তবে মুখস্থ করবো,
নাকি খাবো বেঁটে।
এই কথাটা ভাবতে ভাবতে,
পরীক্ষাটাও আসে হেঁটে।
.
মেধার ঘরে কড়া নাড়ে,
পরীক্ষাটা কিন্তু অংক!
পড়ার ঘরে গিয়ে দেখি,
গণিতের সাথেই দ্বন্দ্ব।
.
বিনয় করে বলি তারে,
সহজে আন সমাধান।
বলে সে, অতো সহজ নয়,
খুজে দেখ অভিধান।
.
বলি তারে , মান করিস না;
ও হে ভাই গণিত।
কঠিন ভেবে দেয় নি দেখা,
ভুলে যা সব অতীত।
.
গণিত বলে, অবহেলায়,
করেছিস আমায় পাথর।
পড়ার টেবিল  হয় নি দেখা,
পায়নি তোর আদর।
.
শুন তবে, বলি যে তোরে
গণিত শিখতে যদি চাস।
অনুশীলন করতে হবে,
তবেই হবো চাষ।
.
পাটিগণিত, বীজগণিত,
আছে অনেক কিছু।
শিখার জন্য হাল ছাড়িস না,
ছাড়িস না আমার পিছু।
.
গণিত  প্রণয় পেতে হলে
থাকতে হবে চেষ্টা।
তবেই তো মিঠবে সকল
গণিত নামে তৃষ্ণা।


....
রচনাকাল- ২৬/০৪/২২ ( ১৩.২৯ AM)