আজ দুনিয়ায় লাশের আগুন;
জ্বলছে দাও দাও।
দহন দাহ'য় এসেছে করোনা;
ভয়ে হাও কাও।


আজ বিশ্ব আতংকিত,
করোনার শক্তি দেখে!
এ-তো আর থামছে নারে;
চলছে গতিবেগে।


পৃথিবী এখন থমকে গেছে,
লাশের মিছিল নিয়ে।
করোনা এবার জয় পেল,
মানব জাতির কূলে।


খোদার অসন্তুষ্টিতে –
মানব ভূখণ্ডে এলো মহামারী।
মানব তোমার পাপ কর্মে,
করোনা হলো জয়ী।


আল্লাহর ভয় মনে নিয়ে;
হে মানব, পাপ কর্ম ছাড়।
মানব তুমি সৎ কর্মে,
ইমান কায়েম কর।


রোযা রাখ, নামাজ পড়,
মহা নবীর আদর্শে চল।
মহামারী থেকে মুক্তি পেতে-
হে মানব,আল্লাহ'কে ডাক।


.........................................
রচনাকাল : ০২/০৫/২০২০