ভালোবাসি, ভালোবাসি
তোর ঐ মুখের হাসি।
এমন কথার ছন্দ দিয়ে
দেয় কাম মালার ফাসি।
.
স্বার্থ ছাড়া প্রণয় মেলায়
নাই তো কোনো দাম।
জোড়া পাখি ছন্দ মিলাই
চলছে দারুণ কাম।
.
কাম লীলা জাদুর খেলায়,
সাজে হলুদ বউ।
ইচ্ছা পূরণ হলেই কেন
কলঙ্কিনী কউ?
.
জাদুটুনা, সোনা, ময়না
ডাকে জান পাখি।
অন্ধকারে স্বপ্ন দেখাই,
আলোতে দেই ফাঁকি।
.
তাই তো খায়রুল ভেবে বলে
প্রেম কইরো বুঝে শুনে।
কলঙ্কিনী হলেই তবে-
সোনার জীবন ধরবে গুনে।


.....
রচনাকাল-১৪/০৬/২০২২