তুমি এতো বেহায়া কেন?
ও গো মেয়ে বন্যা।
কোন বা ঘরের রমণী তুমি
লজ্জাহীন কন্যা।
.
হঠাৎ করে দাওয়াত ছাড়ায়
ঘরে আসো ঘুরতে।
তুমি পারো নাকি কভু,
দূরে গিয়ে মরতে।
.
তোমার জন্য সুখের সংসার
ডুবে যায় দুখের জলে
শুনো তবে বুদ্ধিহীন মেয়ে ?
তোমার লজ্জা হবে কবে
.
পেটের দায়ে কৃষক চাষা
বাঁধে নতুন ঘর।
সেথায় তুমি দুঃখ ঝরাও
তুমি কেমন স্বার্থপর।



...
রচনাকাল : ২৩/০৪/২০২২(পশ্চিম থুরী,জামালপুর)