চাকরি কি আর আমার হবে
নাই যে মামা খালু।
সার্টিফিকেট বিক্রি করে
কিনতে হবে আলু।
.
কষ্ট করে শিক্ষা নিয়ে
নাই তো কোন দাম।
সোনার হরিণ পণ্য এখন
ঘুষের ইনকাম।
.
আশা নিয়ে নগর ঘুরি
জুতা করে ক্ষয়।
প্রিলি, রিটার্ন সবই টিকি
তবুও চাকরি আমার নয়।
.
টাকার ছলে চাকরি চলে
মেধার জোরে নয়।
পরীক্ষাটা নামে মাত্র,
সে তো টাকার জোরেই হয়।
.
চাকরির বাজার নয়তো হাজার
লাখে দশ বিশ।
দরদামে না মিললেই; মামা-
করে ইশফিস।
.
বিনয় করে বলি,মামা-
একটা চাকরি চাই।
মামা বলে টাকা ছাড়া
কোনো চাকরি নাই।


রচনাকাল : ৩০/০৭/২০২২