পর কখনো আপন হয় না,
হয় না কাছের মানুষ।
জেনে বুঝেও প্রণয় খুঁজে,
শেষে হারায় হুঁশ।
.
অভিনয়টা সবাই জানে
হয়ে ভালোর ছল।
সত্যের মুখোশ পরে সে যে,
লক্ষ্যে থাকে অটল।
.
কৌশলে সে আঘাত হানে
প্রিয় মানুষ সেজে।
বিপদজনক বাঁশি বাজাই
শত্রুর মিত্র সেজে।
.
জীবন দিয়ে ভালোবাসলেও
মন ভোরে না তার।
স্বার্থটা তার মিটে গেলে
অজান্তে দেয় সে উড়াল।


রচনাকাল : ১৩ জানুয়ারি ২০২১
সময় : ১১.০২ (PM)