গুরুর শিক্ষায় মানুষ হবো
এই করেছি পণ।
জীবন যুদ্ধে মানবো না হার
পেয়েছি যে তার মন।
.
কর্মশূণ্য বেকার জীবন
পুরো আঁধার কালো।
গুরুর স্নেহ ভালোবাসায়-
পেয়েছি যে আলো।
.
জীবন যুদ্ধে চলার পথে,
হোকনা যতই ক্ষয়,
তাহার দেওয়া শিক্ষা আমায়
করেছে আলোময়।
.
হৃদয় ফ্রেমে যতন করে
সাইমুল স্যারের নাম।
লেখেছি তাহা খোদায় করে
রাখতে যে সুনাম।


...
[কবিতাটি আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু “ইউনাইট্রেড ট্রাস্ট প্ররিচালিত মেলান্দহ কর্মসংস্থান প্রকল্পে বেসিক কম্পিউটার ও আই,টি কোর্স সেক্টরে” আইটি বিষায়ক শিক্ষক জনাব সাইমুল ইসলাম স্যারের প্রতি উৎসর্গিত]
রচনাকাল : ২৮.১১.২০২০ইং