বইতে আছে এক টেন্স বুড়ি
হাঁটত সে গুড়ি গুড়ি।
হাতে গোনা তিন মেয়ে তার;
প্রেজেন্ট, পাস্ট, ফিউচার।
.
প্রতি মেয়ের ঘরে আবার
চারটি করে মেয়ে।
বুড়ির মনে খুশির বন্যা,
বারো নাতনি পেয়ে।
.
বারো নাতনির নামে বড়োই
অবাক কাহিনী।
চারটা নামে নাম রেখেছে,
কেউ ভিন্ন রাখেনি।
.
নাম যদি একই হয় তবে,
তাদের চিনবে কি করে?
মায়ের নামে ভিন্ন তারা,
সবাই ভিন্ন কাজ করে।
.
বারো নাতনির রূপের বাহার,
যদি দেখতে চাও!
লক্ষী, তুমি কষ্ট করে,
ইংরেজি গ্রামার শিখে নাও।


...
রচনাকাল : ১১.৪৩ (pm)
স্থান : নিজগৃহে।