ছোটদের মত করে ভেবে ভেবে
আর কত ছোট আমি হব রে,
অন্যায় অবিচার দেখে দেখে
আর কত ঘরে বসে রব রে?
         আর কত ঘুমে থাকা কালো ঘেরা শহরে?
না জেগে এ দশা কালে সয়ে সয়ে
আর কত ক্ষত দেহ হব রে,
ধর্ষণ,গুম,খুন হয়ে হয়ে
আর কত ভয়ে চুপ রব রে?
        আর কত পিষে যাওয়া লাশ গাড়ি বহরে?
রুখে দিতে অবিচার-
যত শত ব্যভিচার,
       আর কত অপবাদী রব রে?
চেটেপুটে লুটে খায়
ভীতু মন-হায়! হায়!
         কবে আর প্রতিবাদী হব রে?
আর কত বেঁচে থাকা কবরে?