বঙ্গ মানচিত্র শত্রু দখলে নির্যাতনে অবরুদ্ধ
জুলুম আর নির্মমতায় অগোচরে পরিত্রাণ ,
পরাধীনতার কারাগারে জাগরণে জাতি ক্ষুব্ধ
ভয়াল রাত্রির অন্ধকারে ক্ষত দেহে শূণ্য প্রাণ।
জীবন্ত অমানবিক দহে  পুড়ে ছারখার সবুজ
পিশাচের পশুত্বে ধর্ষিত নির্দোষ বাঙালি নারী,
ক্ষরণের রক্ত স্রোতে ভেসে হিংস্র পশুরা অবুঝ
বারুদের গন্ধে দিশেহারা হৃদয়ের আহাজারি।
সংগ্রামী চেতনা টগবগিয়ে দুর্দিনে বাঁধে কাহিনী,
দেশপ্রেমে উৎসর্গ বীরেতে গঠিত মুক্তিবাহিনী।
-
অস্ত্র হাতে বীর বাঙালিরা রক্তে মাখে ভালোবাসা
শত্রুসেনার ঘৃণ্য হৃদয়ে বিঁধে  ঝাঁঝরা করে গুলি,
শরণার্থী শিবিরে জনতা মিত্রতায় পোষে আশা
বাঙালির স্বাধীনতা আঁকে বিদ্রোহী রক্তাক্ত তুলি,
মিত্রবাহিনীর আক্রমণে       চূড়ান্ত যুদ্ধের ভাষা
আত্মসমর্পিত হায়ানারা    দাপুটে ক্ষমতা ভুলি।
লাখো শহীদের বিনিময়ে স্বাধীনতা  অবশেষ,
লাল সবুজের নিশানায় বিজয়ীতে বাংলাদেশ।