হার মানিনি সেদিন বন্দি ছিলাম যেদিন;পরাধীন দেশে,
খুঁজেছি মুক্তির পথ নিয়েছিলাম শপথ-আমৃত্যু সন্ধানে।
স্বাধীন হবার পণে মনে জাগা আলোড়নে;সৈনিকের বেশে,
শত্রুসেনাদের সাথে লড়েছি অস্ত্র দু'হাতে,যুদ্ধের ময়দানে।
বাঙালির জাগরণ হলো বাংলাতে মরণ;মুক্তির নেশায়,
পরাজিত হয়ে নয় দূরে ঠেলে যত ভয় লক্ষ্য ছিলো স্থির।
মিত্রতায় বেঁধে আশা স্বচ্ছ সেই ভালোবাসা অমৃত স্বস্তির,
শেষে বিজয় উদ্ভাসে বাঙালি বীরেরা হাসে স্বাধীন বাংলায়।
-
পাঁচের দশক পরে বাঙালিরা কেঁদে মরে দ্বন্দ্ব অবসাদে,
ক্ষমতার লোভে হেন বিবেক পতন যেন নিত্য সমাচার।
নির্মমতা,গুম,খুনে;স্বাধীনতা জীর্ণ ঘুণে  মুক্ত অবিচার,
ধর্ষিতার আহাজারি অন্যায়ের মহামারি ঘৃণ্য তীক্ষ্ণ স্বাদে।
   পরাধীন সেই ক্ষণ বিতৃষ্ণায় মরে মন জুলুমের হাটে,
হারিয়ে ন্যায়ের ভাষা বীরেরা নিরীহ চাষা নেতার মজলিসে!
সততা বিক্রি হালাল ঘৃণিত অসুর দালাল নীরবে পা চাটে,
অভিশপ্ত মায়া ঘরে রোগাক্রান্ত প্রাণ মরে অন্যায়ের বিষে।
-
কোথা গেলো সেই বীর উন্নত বাঙালি শির বিদ্রোহী মনন,
জেগে ওঠ পুনরায় স্বাধীনতা ভেসে যায় অশ্রুর বন্যায়!
প্রতিবাদী হও মনে বৃথা হোক প্রহসনে নিন্দা আয়োজন,
খোঁজো শান্ত পথে দিশা মুছে যাক অমানিশা;পাপীর অন্যায়।
  দৃঢ় করে মনোবল রুখে শোষকের দল দেখাও কাঙালি,
ইতিহাসে নয় পড়া দেহ-মনে-প্রাণে গড়া বাংলার বাঙালি।