সবুজ শ্যামল দেশটা আমার
      রক্তে ভেজা মাটি,
সকল দেশের সেরা সেতো
    সোনার চেয়ে খাঁটি।
-
নদী চলে একেঁ বেঁকে
  জলে ভাসার টানে,
মাঝি মাতে নাও ভাসিয়ে
     ভাটিয়ালী গানে।
-
গাঁয়ের বধু কলসি কাঁখে
     চলে হেলে দুলে,
গাছে গাছে পাখি ডাকে
    বাগান ভরা ফুলে।
-
রাখাল মাঠে গরু চড়ায়
    কৃষাণ ফলায় ধান,
রাতের আকাশ তারায় ভরা
    আলো ছড়ায় চাঁন।
-
প্রকৃতির এই দেশটা আমার
     সকল দেশের রানী,
   মানবতার পক্ষে সেতো
      নিজেই একটা বাণী।