হেমন্ত শীতলতায়  ঝলমলিয়ে সোনা রৌদ্র হাসে,
নবরূপ উঁকি মারে কচি লাউয়ের ডগার ফাঁকে।
নুয়ে পড়েছে কাশবন বিলের জলেতে শাপলা ভাসে,
লালশাকের লাল দিয়ে প্রেমিকমন গোলাপ আঁকে।
পূবাল হাওয়ায় ভেসে মাতাল ঢেউ ধানের ক্ষেতে,
ঝরাপাতায় চঞ্চল মরমর ধ্বনি আলতো ছোঁয়ায়।
জুই চামেলী সুগন্ধে শিহরিত প্রাণ রঙ্গে মেতে,
শীতল পরশে স্তব্ধ কলমিলতা শরীর নোয়ায়।
ধান কাটার উৎসবে ব্যস্ত কৃষকের মুখে হাসি,
উঠোন জুড়ে আনন্দ গঞ্জে বসেছে খুশির মেলা।
কারো বা হাওয়া বদলে অসময়ে জ্বর সর্দি কাশি,
আগমনী শীতলতা পরিশেষে ঠান্ডা সারাবেলা।
খেজুরগাছে অঙ্কিত গাছির সাধনা বন্দনায়,
নিঃসৃত রসে ভরাট শীতের সকালে ভর্তি হাড়ি।
সন্ধ্যা নামার পরেই শিশিরে ভেজা অভ্যর্থনায়,
খোলা মাঠের আসর বাউলের গান জারি সারি।