কালো মেয়ে/ডাকছি তোমায়/একটু শোনো,
  দুষ্টু ছেলের/ঝুটঝামেলা/নাইতো কোনো!
     তবে কেনো/কাঁদছ মিছে/মুখ লুকিয়ে?
সাদা-কালোর/হিসাবটা আজ/দাও চুকিয়ে।
তোমায় কালো/বলে যাদের/মনটা কালো,
   দেখতে সাদা/হয়ে তারা/নয়তো ভালো!
  কিসে দেখায়/রূপের বাহার/মুখোশ পরে,
      হলো রঙের/মানুষ চেনা/এক নজরে।
  কী হবে আর/মুখ লুকিয়ে/সামনে আসো,
     বীরের মত/বুক ফুলিয়ে/একটু হাসো।
দাও ঢেলে আজ/লোক সমাজে/মনের ভাষণ,
   খোলসা করো/হৃদয়পুরের/সফেদ আসন।  
জানুক লোকে/তুমিও ভালো/বাসতে জানো,
কালো মেয়ের/মন গেয়ে যায়/প্রেমের গানও।
    কটু কথায়/পাও যে আঘাত /কতখানি,
জানুক লোকে/গড়ায় কেনো/চোখের পানি।
গাও তুমি আজ/ভাবুক লোকে/ন্যায়ের সুরে,
     মাটির দেহের/নয়তো মরণ/বেশিদূরে!
থাকবে না আর/রূপের বাহার/আঁধার ঘরে,
   লাভ হবে না/নামিদামী/মেকআপ করে।
   তবে কেনো/মিথ্যে বিলাস/বিভেদ মনে?
       ভুল হিসাবে/শূন্য খাতা/এ জীবনে!
চাও তুমি আজ/বিধির কাছে/একটু আলো,
  যে আলোতে/মুছুক মনের/সকল কালো।
বুঝুক লোকে/বাসুক ভালো/বিভেদ ভুলে,
   মনের বাগান/ভরুক সবার/সফেদ ফুলে।