ভয়!ভয়!ভয়!
কিসে এত ভয়?
এসেছি তো একা যাব চলে একা-মাতিয়ে জগতময়,
হও সোচ্চার অন্যায়ে যত,হোক সাম্যের জয়।


মনে রেখ সদা দুর্জয় তুমি
নিয়েছ শপথ রক্ততে চুমি
যেই রক্তের বিনিময়ে জাতি পেয়েছিল এ বিজয়।


তবে কিসে ভয়!কখনো এমন নয়,
স্বাধীন বাঙালি পরাধীনতায় করে কভু অভিনয়!
তারা মরণের বন্দিশালায়
প্রতিবাদী স্বরে আগুন জ্বালায়
যেই আগুনের অগ্নিশিখায় পুড়ে হয় নির্ভয়।


তাড়াও মনের ভয়-
কঠোর শ্রমেতে উদ্যমী হয়ে জাগাতে সর্বময়।
সৎ পথে কাঁটা তোমার জন্য
সরাতে পারলে হবে তো ধন্য
যেই ধন্যতে বাঙালি ধন্য;সত্যের হবে জয়,
জেনে রেখ তুমি পারবেই নিশ্চয়।




@পুনরায় সম্পাদিত,02.03.2018