নাদুস নুদুস শরীর মটুর
চলে হেলেদুলে,
খাওয়াটা ঠিক থাকে মনে
কাজটা যাবে ভুলে।
-
ঘুম ভাঙে না রোজ সকালে
মায়ের বকাবকি,
টেনে হিঁচড়ে তুলতে হবে
খেলতে হবে হকি!
-
পিঠের উপর দু'চার পরলে
যায় কি শুয়ে থাকা?
বাইরে তখন ঝলমলে রোদ
কাক যে ডাকে কা কা!
-
মটু তখন খিদের জ্বালায়
খাবার খোঁজে আগে,
স্কুলের সময় যায় পেরিয়ে
মা যে জ্বলেন রাগে।
-
রুটি কলা নেয় খেয়ে সে
সরিয়ে রাখে আরো,
ক্লাসের সময় খেতে থাকে
কথা শোনান স্যারও।
-
পড়ালেখায় মন বসে না
করে ছোটাছুটি,
অল্পতেই যে হাঁপিয়ে যায়
খায় সে লুটোপুটি।
-
সবাই জানে এমন সেতো
খেতে ভীষণ পটু,
আদর করে নাম দিয়েছে
দুষ্টু খোকন মটু।
-
নাম শুনে সে ভীষণ রাগে
মজাও করে ভারী,
সবার সাথে মিলেমিশে
ফিরে আপন বাড়ি।