মানুষ নাতো!মুখোশ যত
ভিতর কারো পশুর মত।
ভাবখানা বেশ ভদ্র ছেলে,
খুবলে খাবে সুযোগ পেলে।
দেখতে করুণ সাদাসিধে,
পেট পুরেও অঢেল ক্ষিধে!
তেল মাখালে তুষ্ট থাকে,
কান নিয়ে যায় দুষ্টু কাকে!
মুখোশ মানুষ যায় না চেনা,
হয় যে কখন বেচা কেনা!
মিষ্টি কথায় ঘোল মিশিয়ে
স্বার্থ খোঁজে ফিসফিসিয়ে!
সাধু সাজার ভান করে বেশ,
যেন বিচার তার কাছে শেষ।
উচিত কথায় শরীর জ্বলে
কু-বুদ্ধি সব তলে তলে
কি আসে যায় ধর্ম জাতে,
অনৈতিক সব কর্মে মাতে।
লোভে মাতাল থাকে না হুঁশ
মানুষ নাতো মুখোশ মানুষ।