ভাবনারা ডানা মেলে দূরে উড়ে যায়,
  মায়াজাল বুনে কবি করে হায় হায়!
ডায়েরির সাদা পাতা ধূলো মেখে বলে,
দোয়াতের কালি ছাড়া কত আর চলে?
   বেহিসাবি হিসাবের ঘুণেধরা মন
শাণ দিতে অবেলায় বৃথা আয়োজন!
   কবি কয়,নিরুপায় রীতির বিধানে,
কপালে যা আছে লেখা বিধাতা তা জানে।
চেয়ে দেখি শুয়ে বসে পুতুলের খেলা,
সময়ের স্রোতে ভেসে কেটে যায় বেলা।
   ভাবি এটা ওটা হবে হয় রাত-দিন
জীবনের আঙিনায় নাচা তা তা ধিন!
টেবিলের পায়া হেসে কয় ওরে বোকা,
  অনিয়ম অযতনে খুঁটে খায় পোকা!
   আর কত বসে থাকা অবুঝের মত,
   দেহ মনে বেড়ে চলা বিরহের ক্ষত?
   কবি ভাবে ঠিক তাই সময়ের হাতে,
হাত রেখে ছুটে চলা প্রাতে কিবা রাতে।
খুঁজে দেখা সুখ কোথা ঘটনার জালে,
সোজা পথ চিনে নেয়া নিয়মের চালে।