অভাবের পাদদেশে নীরব জীবন,
     দুরাশায় হাহাকারে কাঁদে দু'নয়ন।
বিরহী অনল-স্রোতে ভেসে যায় বেলা,
  অভাগায় চেয়ে দেখে সময়ের খেলা।
    নিদারুণ প্রহসনে  না-বলায় হাসে,
   সুখ যেন অধরায় ডানা মেলে ভাসে।
অভিসারে ভালোবাসা খুঁজে ফেরে দিশা,
   বাঁধা হয় কাঁটা পথে ঘোর অমানিশা।
     পরাজিত হতাশায় করা শত ভুলে,
   দায়ভার গলে বেঁধে থাকা যেন ঝুলে।
    ধার-দেনা অবেলায় নিরবতা দায়ে,
আড়িপাতা শকুনেরা ছোঁড়ে নুন  ঘায়ে।
   ভেবে সদা নিরুপায় জীবনের খাদে,
   কভু কালি লেগে যায় সততার চাঁদে।