মনের আঙিনায় আজ খুশির ফুল,আনন্দে আত্নহারা মন-
ভাবতেই ভালো লাগে,
বিলের ধারে;বসে আছি আমরা দুজন।
এমন মধুর অনুভূতি-
ভাবতে পারি নাই কখনো,
পাশাপাশি দুজন বসে;
হচ্ছে মনের কথা কুড়ানো।।
বিলের সব কচুরিপানা যেন-
দিচ্ছে হাততালি,
পানিতে পা আলতো ছুঁয়ে;
করছে দোলাদুলি।
দূরের ঐ পুরনো ব্রিজটাও
লাগছে আজ অনেক ভালো,
বলছি কথা,যাচ্ছি ঘেমে-
হচ্ছে সবি এলোমেলো।।
মনে মনে বলছি শুধু
কিসের এতো ভয়,
পাশাপাশি আছি বসে-
একটু জড়িয়ে ধরলেও হয়।
অনেক ভেবে যখন তুলে
দিলাম কাঁধে হাত,
আহা!কি শান্তি;
যেন দুপুরবেলাও সোনালী প্রভাত।।
গভীর প্রেমে মগ্ন যখন
খেয়াল নেই অন্য দিকে,
পাবলিক প্লেস,পুলিশ মামা
তাই আছেন একটু ঝিঁকে।
কি জানি কখন থেকে ওনি
দাঁড়িয়ে আছেন পিছে,
পেছন ফিরে,ওরে বাবা;
দিলাম ছুট মিছে মিছে।।