স্রোতের মতো চলছে জীবন,
ক্যাঙ্গারুর মতো মন;
সময়ের প্রয়োজনে বদলে যাওয়া
শুধুই ভাবি সারাক্ষণ।
এভাবে আর চলবে কত?
পাব না কি সুখের হাওয়া,
যেথায় গিয়ে মিটবে আমার
সকল চাওয়া পাওয়া।।

চাওয়া তো তেমন কিছুই না
শুধু এক চিমটি সুখ,
যেথায় মিশে আছে আমার
বাংলা মায়ের মুখ।
চাইনা আমি দালানকোঠা
চাইনা চক্রযান,
চাই শুধু বাংলা মায়ের
দুর্নীতিমুক্তির সম্মান।

এই সামান্য চাওয়ার পাওয়া
মিলবে কতদিনে,
মাগো,তুমি পাশে এসো
থাকতে পারবো না তোমায় বিনে।
স্বৈরাচার মুক্ত করে-
আবারো দাও স্বাধীনতা,
যেথায় আমি পাবো খুঁজে
ভেজালমুক্ত মমতা।

মানুষের পাশে মানুষ দাঁড়াবে
হাতে রেখে হাত,
বলবে আমার দেশের কথা
ভুলে জাত পাত।
এ চাওয়া আমার পূরন করো
হে দয়াময়,
যেথায় হবে সকলের শান্তি ;
দূর হবে সংশয়।।