মেয়ে মানুষ তুমি লজ্জাবতী-
                 কিসে পাও এত লজ্জা,
তোমার মাঝে অঢেল প্রেম;
                  তবু বন্ধ মনের দরজা।
লজ্জাবতী পাতার মতো
                   দেখতে তুমি সতেজ,
একটুখানি ছুঁইয়ে দিলে-
                  হয়ে যাও যেন নিস্তেজ।।


একটুখানি করলে সোহাগ-
                          লজ্জায় তোমার মুখ লাল,
যৌবনে ভরা শরীর তোমার;
                          পুরুষ হয় বেসামাল।
লজ্জার মাঝে লুকিয়ে তুমি
                    করো প্রেমের যাদু,
ভালোবাসায় ভাসতে থাকো
                    লজ্জা শুধু শুধু।।


লজ্জাবতীর সাজে তুমি-
                  সাজিয়ে রাখো মন,
লজ্জার কারনে তোমার
                   ধন্য হয়েছে জীবন।
একটুখানি পরশ পেলে
                    ঝরে পড়ে লজ্জা,
লজ্জার মাঝে লুকিয়ে থাকে
                    প্রেমের ফুলশয্যা।।


লজ্জা তোমার জাতে আছে
                     ছায়ার মতো ছেয়ে,
লজ্জায় তুমি নুয়ে যাও-
                       লজ্জাবতী মেয়ে।
লজ্জার মাঝে সুখ-দুঃখ;
                   লজ্জায় করো খেলা,
লজ্জার মাঝে হাসি-কান্না
                    ভাসাও প্রেমের ভেলা।।