প্রেম হলো কূলহারা নদীর মতো-
শুধুই চলতে থাকে,
                  যেন তার ক্লান্তি নেই;
ছুটে এঁকেবেঁকে।
উদ্দেশ্য তার-
             প্রিয়ের মনের বাড়ি,
যেতে হবে বহুদূর
         ছুটছে তাই তাড়াতাড়ি।


মেলাতে দুটি মন;
             দুটি নদীর মত,
ভাসাতে ভালবাসার স্রোত-
মনে আছে যত।।
প্রেমে শুধু ভালবাসার জোয়ার
                মনে আঁকে স্বপ্ন-
জোড়া ছাড়া মনে বিষাদ;
                জীবন বিপন্ন।।


মিলিত দুটি নদী যেমন:
                ছুটে চলে সাগরে,
তেমনি করে দুটি মন;
                ছুটে চলে প্রেম নগরে।


হঠাৎই প্রেম মোড় ঘুরে নেয়-
                  চলে আসে সামনে বাধা,
কোনঠাসা হয়ে পড়ে;
               যুগলবন্দী কৃষ্ণ-রাধা।।


প্রেম নদীতে সাঁতার কেটে-
                  হয় যারা পার,
প্রেম হলো তার জন্য ;
             নইলে হাহাকার।
তখন প্রেমের গভীরতা হারিয়ে যাবে;
হবে সাগরের মত অতল,
প্রেম-ভালোবাসা হয়ে যাবে টক
যেমন লাগে তেঁতুল।


জেনে বুঝে প্রেম নদীতে দিতে হবে ঝাঁপ,
নইলে পরে পশ্তাতে হবে-
দুঃখ হবে সাথী,কষ্টই মা-বাপ।
প্রেম হলো নদীর মতো;
              সাগরের চেয়ে বেশী গোলমেলে ,
হলে সফল সুখী জীবন-
নইলে কপালে দুঃখ মেলে।।