আমি মোঃনাজমুল হাসান,জন্ম ১৯৯৫ সালের ১০ ডিসেম্বর,রংপুর জেলার মিঠাপুর থানার অন্তর্গত ভক্তিপুর গ্রামে।পিতা:মোঃমাহবুবার রহমান এবং মাতা:মোছাঃরাহেনা বেগমের প্রথম সন্তান আমি।এক ছোট ভাই ও এক বোন আছে।টানা পীড়নের সংসারে পালিত আমি ভক্তিপুর প্রাথমিক বিদ্যালয় থেকে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চুহড় উচ্চ বিদ্যালয়ে হাইস্কুল জীবন শুরু করি।২০১২ সালে এসএসসি পাশ করি।তারপর পায়রাবন্দ বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রী -কলেজ থেকে ২০১৪ সালে এইচএসসি পাশ করি।বর্তমানে আমি নওগাঁ জেলায় অবস্থিত নজিপুর সরকারি কলেজে "ইসলামের ইতিহাস ও সংস্কৃতি "বিষয়ে স্নাতকে অধ্যায়নরত আছি।অভাবের কারণে বোধহয় আর পড়ালেখা করার সৌভাগ্য জুটবে না।


***আমি কবিতা লেখা শুরু করি ক্লাশ এইট থেকে;পত্রিকার কবিতা পড়েই আমার মনে কবিতা লেখার শখ জাগে।অল্প অল্প করে লিখতে লিখতে এখন কবিতা লেখা আমার নেশা।প্রেম, প্রকৃতি,ধর্ম, বিশ্বাস, মন আমার কবিতার আলোচ্য বিষয়।আধ্যাত্মিক জ্ঞান বা সাধুদের নিয়ে লেখা কবিতা আমার জীবনের একটা অংশ।লালনগীতি,লোকগীতি,দেহতত্ত্ব বা বহুল পরিচিত ফোক গান আমার খুবই ভালো লাগে।***


কবি হিসেবেও এলাকায় তেমন কোন পরিচিত নাই।