আমরা কাপুরুষ-
আমরা ভীরু
আমরা গাঁধার দল
রুখতে পারি না ব্যথিত মায়ের
জমানো চোখের জল।
থামাতে পারি না অস্থিরতা
হারিয়ে ফেলি সম্বল,
আমরা কাপুরুষ
আমরা ভীরু
আমরা গাঁধার দল।

দুঃখি বোনের আত্নহুতি
যেন জ্যান্ত দাবানল;
অসময়ে অপমৃত্যু ঘটায়
ছেলে ছোকরার দল,
করতে পারি না প্রতিবাদ এর
হয়ে থাকি অচল।
আমরা কাপুরুষ
আমরা ভীরু
আমরা গাঁধার দল।

সমাজপতিরাও অত্যাচারি আজ
নিরুপায়রা হয় পিষ্ট,
অবলাদের অধিপতি তারা
কর্ম শোষণ নিষ্ট।
গদিতে বসে আপন মনে
চালায় জীবনকল;
না চললে তাদের কথামতো
পড়ে অনেক ধকল,
আমরা কাপুরুষ
আমরা ভীরু
আমরা গাঁধার দল।

সমাজের সব অসংগতি
দিন দিন হচ্ছে পরিব্যাপ্ত,
অন্যায় আর অবিচার
হয় না কেন সমাপ্ত।
তবে কি আমরা ক্ষ্রীপ্ত হায়ানার দল;
নাকি নিরুপায়-নাই ক্রোধানল।
আমরা কাপুরুষ
আমরা ভীরু,আমরা গাঁধার দল।