আমি কবি;আমার ধন নেই
তবে মন আছে,
যে মনে অজস্র চরণ ছন্দের তালে বাজে;
কাব্যে মোড়ানো গল্পের লাইন
সত্যি বেড়ায় খুঁজে।
সারাক্ষণ ভাবনার জগতে বাস করে,
না পাওয়াকে পেতে চায়,
অন্যায়কে দিতে চায় ন্যায়
ভালো লাগা গুলোও তুলে ধরে
কাব্যের মতো করে।
যে মনের পিপাসা কাব্যের রসে মিটে;
ক্ষিদে পায় লেখার,
যে লেখার ভাবে সে ডুবে থাকবে
যেটা তার বসতবাড়ি,যেটা আসল ভিটে।


আমার ধন নেই
তাতে কী?
আমার তো একটা কবি মন আছে।