এ কেমন নারীরে তুই কলঙ্কিনী
রসে ভরা যৌবন তোর
ঘাড় বেয়ে গড়ায় পানি;
কোনবা পতির করলি ঘর
তাও না জানি,
এ কেমন নারীরে তুই সোহাগিনী
গরম পানিতে করলি গোসল
যাইতে নতুন বাড়ি;
না পড়লি মডার্ণ জামা
না পড়লি বিয়ার শাড়ি।
এ কেমন নারীরে তুই রজকিনী
একটু টুকরো সাদা কাপড়
লাগেনা বুঝি তোকে ফাঁপর;
যাবি কি পালকি করে
অজানা নতুন মাটির ঘরে।
এ কেমন নারীরে তুই নির্বাসিনী|