পুলকিত চাহনিতে মন উচাটন,
ভালোবেসে কড়া নাড়ে ওই সুনয়ন।
যেন সুখে খুঁজে পাই জীবনের ভাষা,
উথাল-পাথাল প্রেমে বাঁধি শত আশা।
  যত দেখি তত বাড়ে হারাবার ভয়,
  মায়াভরা চোখ যদি করে অভিনয়!
শত আশা নয়নের জলে ভেসে যাবে,
নিজেকে যে বুঝ দেব জানি না কীভাবে!
  হব তবে দিশেহারা জীবনের তরে,
নীরবে পাগল বেশে যেতে হবে মরে।
ওগো প্রিয়ে অধমের ভালোবাসা নাও,
সাদরে গ্রহণ করে মনেতে সাজাও।
জেনে রেখো তুমি বাঁধা এ মনের ফ্রেমে,
  সুনয়ন পানে চেয়ে পড়েছি যে প্রেমে।