শালিক গ্যাছে মাছ শিকারে
       বক নিয়েছে ছুটি,
খপাৎ করে ধরলো সে এক
       পুঁটি মাছের টুটি।
ফুরুত করে উড়ে গিয়ে
      বসলো পাশের ঝাড়ে,
ভাবছে কিছু,এদিক সেদিক
       দেখছে বারে বারে!
হঠাৎ করেই উড়াল দিলো
      মেললো যখন ডানা,
মুখের মাছটা ছিটকে গেলো
     তার ছিলোনা জানা!
অন্য ঝাড়ে বসলো গিয়ে
     কি যেন সে ভাবে,
হয়তো ভাবে বাচ্চা গুলো
    আজ কি খেতে পাবে?
এদিক সেদিক উড়লো এবার
      কিচিরমিচির ডাকে,
জলের উপর মন লাগিয়ে
     নির্বাক চেয়ে থাকে।
-
সেই ঝাড়ে এক গোখরো ছিলো
     ধরলো শালিকটাকে,
কামড়ে ধরে পেঁচিয়ে নেয়
    কে বোঝাবে কাকে!
মুখের ভিতর ঢুকে গেলো
    শেষ পা খানা যখন,
প্রশ্ন এলো বাচ্চা গুলোয়
   কে খাওয়াবে এখন?