শীতের সকালে ঘেরা কুয়াশা চাদর,
সোনা রোদ করে যেন পরম আদর।
শিশির পরশে ভেজা সবুজের তল,
সুরুজের আলো সেথা করে ঝলমল।
শীতল বাতাসে কাঁপে দেহ থরথর,
ঝরা পাতা সুর তোলে ধ্বনি মরমর।
অতিথি পাখির ডাকে মুখোরিত বিল,
নীলাকাশে সাদা মেঘে সুখ অনাবিল।
ডালিয়া গোলাপ গাঁদা সুরভিত ঘ্রাণ,
বিকেলের খোলা মাঠে শিহরিত প্রাণ।
খেজুর গাছের সারি রসে ভরা হাড়ি,
পিঠাপুলি আয়োজনে কৃষাণের বাড়ি।
কখনো বা শীতলতা সারাবেলা ছুঁয়ে,
জোয়ান প্রবীণ শিশু যায় শীতে নুয়ে।