মনের মাঝে সুখ যেখানে সেখানে তোর ঘর,
হঠাৎ ঝড় ভাঙলো  এসে সুখ হলো যে পর।
ভাসিয়ে নিলো এই আমাকে দুনয়নের জলে,
ছটফটানি বাড়িয়ে দিলো তোকে পাবার ছলে।
হারিয়ে গেলি অনেক দূরে ফিরবি নাতো আর,
ভালোবাসার দোহাই দিয়ে খুঁজেছি বার বার।
তালবাহানা করেছি কত ভাঙা মনের সাথে,
বুঝ দিয়েছি আসবি ফিরে হাত রাখবি হাতে।
তাই কখনো হয় কি বল কপালে নাই লেখা,
দেখতে তোকে চাইলে মন হবেনা আর দেখা।
কথা বলতে ইচ্ছে হলে হবেনা নাতো কথা,
হিসাব সব গুলিয়ে গেছে বুঝিয়ে যথা তথা।
রাত পোহালে সকাল হবে গাইবে পাখি গান,
মন খারাপ থাক না যত ডাকবি নাতো জান।
বলবি না যে আদর করে তোমায় ভালোবাসি৷,
দুষ্টুমিতে মান ভাঙাতে 'তোমার কাছে আসি'!
বলবি নাতো ঢের হয়েছে ভাঙাও অভিমান,
কথা না বলে ঘুম আসেনা হয়োনা যে পাষাণ।
হবো না আর এত পাষাণ পাবি না ব্যথা মনে
যেখানে থাক ভালোই থাক সুখের ঘেরা বনে।
এইতো আমি বেশতো আছি কষ্ট নিয়ে সুখে,
টুকরো মনে লাগাতে জোড়া মরতে ধুঁকে ধুঁকে।