পানির দামে জুটিলো ভাই মাটিরও এক জিন্দা লাশ,
     মিথ্যে হাসে মিথ্যে কাঁদে মিথ্যে যে তার রঙবিলাস।
     নদীর জলে মাটির কলস হারায় সুখের দোল খেলে,
আনমনে তাই জিন্দা সে লাশ ঘোরে মায়ের কোল ফেলে।
      পায় না খুঁজে এমন বাড়ি আছে যেথায় সুখের ঘর!
      সব ঘরে রোজ দুঃখ আসে আপনজনা হয় যে পর।
-
         মাটির মানুষ মাটির ঘরে থাকবে জানি চিরদিন,
        তবুও ভাই জিন্দা লাশের দালানকোঠা হয় রঙিন।
       চেনে নাতো কে আপন পর-মুখ দেখে হয় পরিচয়,
       নিজের ভুলে নিজেই কাঁদে নিজেই করে অভিনয়!
       হায়! হায়! হায়! সব পেয়েও হলো যে তার সর্বনাশ,
     পানির দামে জুটিলো ভাই মাটিরও এক জিন্দা লাশ।
-
    বেচাকেনার এই বাজারে লাশগুলো রোজ বিক্রি হয়,
        যে কেনে তার নাম জঁপিতে সবাই সদা মগ্ন রয়।
         ভুল মানুষে আপন ভেবে করে অন্যায় অবিচার,
    জানে নাতো করলে আঘাত ফেরত আসে প্রতিবার।
    তাই বুঝি লাশ;লাশ হয়েও লাশের পিছে গোঁজে বাঁশ,
     পানির দামে জুটিবে ভাই মাটিরও এক জিন্দা লাশ।
-
       মাটির গায়ে মাটি মেখে মাটির মানুষ নোংরা কয়,
   লাশে লাশে করলে পিরিত থাকে না যে ডোবার ভয়।
   যেই পিরিতে মজে লাশের লাশ হতে হয় হাজারবার,
  সেই পিরিতে জগত পাগল চায় পেতে চায় বারংবার।
বোঝে নাতো পিরিত মানে আটকে যাওয়া শ্বাসপ্রশ্বাস,
   পানির দামে জুটিলো ভাই মাটিরও এক জিন্দা লাশ।