আমি আজও বলতে পারিনি,
অহর্নিশ কোনোকিছু ভূলতে পারিনি।
পরিচিত মানুষের ভিড়ে
ভদ্র মুখোশের আড়ালে
কাউকে চিনতে পারিনি।
ক্লান্ত হয়ে বিষন্নতার হাত
ধরে স্বপ্ন পূরণের পথে হাঁটিতেছি
অজানা এক ভোরের আলোর
প্রতিক্ষায়ায় সুখের সন্ধান করিতেছি।
কেউকি আমাকে বুঝতে চাইনি
নাকি কাউকে বোঝাতে পারিনি,
তাই হয়তো বলতে পারিনি।