ডাইরির ভাঁজে আবেগ
মাখা গোলাপটি আজও
চিৎকার করে বলছে
পুরনো দিনের কথা,
সেইদিনের প্রতিশ্রুতির
সাক্ষী থাকা প্রতিটি
পাপড়িগুলো সুখিয়ে কাঠ।
বারে বার মেলামেশা
প্রতিবার বোঝাপড়া
রাত জেগে কথা বলা
সবই আজ ইতিহাস,
মনের অনুভূতিগুলো
চেয়েছিলো শ্রাবনের
স্রোতো ধারায় ভেসে যাবে;
কিন্তু হারিয়ে গেছে সব
কাল বৈশাখীর ঝড়ে।
তুমি কি জানো স্মৃতি
আর স্বপ্নগুলো আজও
প্রাণবন্ত নেই শুধু তুমি।