অপবিত্র সমাজে অশিক্ষিতদের
জ্ঞানের স্রোতধারা,
নোংরা মানুষ নয়
তাদের চিন্তাধারা।


সভ্যতার নামাবলীতে
অস্তিত্বের দহন,
ক্ষুধার্ত চোখে বিদ্ধংসী
অনৈতিক জ্বলন।


প্রতিষ্ঠিত উন্নতির উন্মেষী
ক্ষমতার অহংকার,
বিলুপ্ত বিশ্বাসের মূল্য
আঘাতে বারংবার।


প্রতিবাদী স্বর নিঃস্তদ্ধ
নির্বাক শহরে,
উলঙ্গ আজ দরিদ্র
সূর্যোদয়ের ভ্রমরে।


ব্যাকুল ব্যাধী পরিবেশে
আত্মঘাতী তারা,
নোংরা মানুষ নয়
তাদের চিন্তাধারা।