জয় হে তুমি অকূল জ্ঞানী,গুণের পাহাড়
শ্রেষ্ঠ তুমি ভুবন তিনের দূত অবতার ।
বায়ু আঁজল গর্ভে ওগো তোমার অধিষ্ঠান
মহাবলী স্বর্ণাদেহী, দান করিয়ো জ্ঞান ।


বিদ্যুৎ মালা হাতে তোমার কাঁধে উড়ে কেশ
বংশ শিব প্রতাপে তাই ভাসে পিতৃ তেজ।
ভূষণ তোমার বিদ্যা, গুণ, দক্ষে চতুরতা
তাঁর সাধনে সদা তুমি রাখো তৎপরতা ।


তোমার বুকে আছে সদা তিনের বসবাস  
বহুরূপী দূত তুমি সতীদেবীর দাস ।
জীবনদায়ী তৃণের তরে পর্বত আনয়ন,
রঘুপতি তোমা তরে হয়েছে প্রসন ।


সহস্রাধিক মুখ সদা তোমার গান গায়,
মনোহর বলে কথা আলিঙ্গন জানায় ।