মস্ত শিরে হস্ত ধরে রুখবি কী তোর দিন বদল,
সুস্তী হাসি হস্তী রাগে আপদ ভরা রং মহল ।
দীর্ঘ নদে পাল তুলেছে বাম হাওয়াতে বাদাম রয়,
মানব পূর্ণ ব্যস্ত ধরায় আসবে যাদব মানুষ হয়।
রাঙা মেঘের দিন ফুরালে ঝরবে সেথা রক্তজল
তীর্থ পথে পা এগিয়ে বইবে নাকো না'য়ের চ্ছল।
মাঝ সাগরে উঠবে ঝেরে গগন ভাঙা  মৃত্যুভয়,
সিন্ধু,মরু জাগবে তেড়ে মিলবে এ'রোল বিষাদময়।


সুপ্ত বেগে সিক্ত মেঘে ঝরবে আহ্নিক আকাশ জল,
সলীল কাদা লেপ্টে গায়ে চাইবে প্রভুর ছত্র-তল।
উপায় ভুলে ভাসবে জলে সফেদ গগন কান্না বয়,
গলে কঠিন গৌণ মালা তাহার ভেতর দুঃখ সয়।
চললো সাগর  ভাসায় তরী  উত্তরীতে ঝঞ্ঝাবল ,
ফুললো বারি দুলে হাওয়া দিক ছাড়িয়া আপন মল।
আসছে তেড়ে তিমির নিশীথ দিকদিগন্ত পাগলাময়
মলয় কানন যাচ্ছে সরে ঝারছে আকাশ অগ্নিক্ষয়।


স্পন্দ বিশ্বে জাগছে মনিব ঘেরিয়া তাঁহার মেঘটহল,
গহীন মেঘের আড়াল ফেঁটে আসছে নিজ বাহুর বল।
মেঘ ফোঁটা সব জমছে রাশি যাচ্ছে সকল অন্তঃভয় ,
নচিকেতার আহ্বানেতে কাঁপছে শরীর হীন জ্বালাময়।
আপন বলে ভাঙ্গবো পাঁচিল আছে যতো নিশীথ-ছল,
ঘন মেঘের আড়াল ভেঙে নামবে ধরায় সুখপরিমল।
বিশ্ব মাতা ধরবে জড়াই  মেলবে পাখা  দ্বীপ মলয় ,
কলি কালের সংশপ্তক আমি,ভাঙ্গবো সকল কু'বলয়।