দুংখ নিবে দুংখ?
আমার কাছে দুংখ আছে হরেক রকম দুংখ।
টাকা নিবনা, চাইলে দিতে পারি হরেক রকম দুংখ,
লাগবে তোমার?
আমি যে এক দুংখের ফেরিওয়ালা।
আমার কাছে দুংখ আছে হরেক রকম দুংখ,
একটু খানি দুংখ নেওনা আর সইতে নাহি পারি,
পরে না হয় ফিরিয়ে দিও যখন থাকবে না মোর ঝুরি।
দুংখ নিবে দুংখ?
আমি দুংখের ফেরিওয়ালা।
সুখের বাজার বেঝায় চড়া তাই দুংখ নিয়ে গুরি,
সবাই গুরি সুখের পিছু তাই দুংখ না বুঝি,
আকাশ ছোয়ার স্বপ্নের মত সুখ লালন করি,
আসলে কি আমরা সবাই সুখের পথ চাড়ি ?
দুংখ নিবে দুংখ?
আমি দুংখের ফেরিওয়ালা ।