তুমি দিচ্ছ বৃদ্ধ উনুনে আঁচ,
আমার ঘর, তোমার চোখের পাতায় কাঁচ।


তোমার কিন্তু সত্যি বলতে ভয় হয়,
আমার পেটের দায়ে শত্রু শিবিরে আশ্রয়।


তোমার সকাল ঘনায় পর্দা ভর্তি আলো,
শুধু ভোটের আগে (আমার) শিবিরটা জমকালো।