হৃদয় জুড়ে মেঘের মেলা,
মনের সাথে করে খেলা ।
কখনো দৃষ্টি মিলায় সুদূরে,
দিগন্ত ছুঁয়ে আশা উড়ে ।
শুভ্র বেশে বেশ উদাসী,
অমানিশার কালোয় মিশি ।


আনাগোনা আকাশ জুড়ে,
গর্জে উঠে জোরে সুরে ।
বজ্র বাণ  ছুড়ে  শত শত,
হৃদয়ে হায় ভীষণ ক্ষত ।
হঠাৎ কাঁদে ভারী বর্ষণে,
আবার ভাসায় জোর প্লাবনে ।


ভানু হারায় মেঘের আড়ালে,
কভু একটু  আধটু উঁকি দিলে,
আশার পাখি ডানা মেলে,
মেঘের দেয়াল ভাঙ্গবে বলে ।
মেঘের কালোয় দিনের আলো,
রাত্রি ? সে তো নিকষ কালো ।


একরাশ মেঘ সদাই থাকে,
জীবন পথের সকল বাঁকে ।


ভোর ৪:৩০ টা , ২৪/৩/১৯
সন্তোষ, টাঙ্গাইল