এখনো শরতের আকাশ শুভ্রমেঘে ছেয়ে যায়,
মনে পড়ে কি সেই দিন?
অসীম নীলাম্বর মাঝে...............শুভ্র কায়া সাঁজে,
শুভ্রমেঘের মাল্য দিয়েছিলেম যেদিন।
.
মন চাহে না কি? বাসিতে ভাল আমায়?
দিবস পেরিয়ে নিশীথ বেলা,
স্মৃতি উঁকি দেয় ঝলমল.................. আঁখিপাতে জল ছলছল
অপেক্ষায় আমার কাটে না যে বেলা
.
তোমার পথ পানে মন পড়ে থাকে,
              সারাদিনমান নিশীথ বেলা,
মনে বাসনাবহ্নি জ্বলে............... ভিজে অন্তর দুখের জলে
বুঝি হবে না আর প্রেম-প্রেম খেলা।
.
দূরালাপনে গেঁথে রেখেছি  এ মন,
না জানি কখন আসে ডাক,
অতীত কথার সুর বাজে.................. সকাল সন্ধ্যা সাঁঝে
মিলিত হবে না বুঝি তোমার আমার পথের বাঁক
.
অপেক্ষায় আছি বসে প্রিয়া বিজন কাননে,
গোপনে বাসনার ফুল ঝরে যায় তোমার তরে,
কত কথা কত আশা..................... কত প্রেম ভালবাসা
পূঁজিব তোমায় সখী কি করে ?
.
চৈত্রের চাতকের দশা সখি এখন আমার
তোমা তরে তীব্র তৃষা মনে
সময় কেটেছে দুজনায়............... বিজন তরু ছায়ায়
আসো না সখি তৃষা নিবারণে
অসহায় আমি মরি ক্ষণে ক্ষণে
.
তোমাতে  আমাতে যত কাহিনী
              হারিয়ে যাচ্ছে এথায় সেথায় সবি তা
দেখিতে চাহে মন............... তোমার ঐ নয়ন বচন
তোমা তরে কত আকুলতা ব্যাকুলতা
             নিবারিত হত মন দেখিতে পারিলে তা।
.
শরৎ হতে বসন্ত, বসন্ত হতে শরৎ,
চিরপেক্ষা প্রিয়া তোমার তরে
এখনো বসন্ত আসে ধরায়..................বসুধা সাঁজে শতরূপায়
আসিলে সখি সাঁজাব নীড় তোমার তরে
.
কত না ভালবাসি সখী,
বুঝো না বসে হেথায়,
মরমে যাতনা বয়.................. অতিগোপনে সয়
তোমায় দেখিতে পাই না নয়নতারায়।
.
মনের কোণে সদা আশঙ্কা জাগে
দিন শেষে পাব তো তোমায়?
দিন আসে দিন যায়............... প্রস্ফুটিত ফুলও ঝরে যায়
আমি পড়ে থাকি এথায়,
আমি পাব কি তোমায়?



সন্ধ্যা ৬,৩০। সন্তোষ, টাঙ্গাইল
০৫/১০/২০১৮